Share
পাতানো নির্বাচন আর নয়। পরিকল্পিত প্রতারণার এই রাজনীতি আমরা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। ভোটকে অর্থহীন করে, জনগণের রায়কে বন্দি রেখে ক্ষমতা আঁকড়ে ধরার যে অপচেষ্টা চলছে, তা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। রাষ্ট্রযন্ত্রকে দলীয় হাতিয়ারে পরিণত করে সাজানো যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করা হচ্ছে, তা জনগণ আর মেনে নেবে না। এই দেশ কারও একক সম্পত্তি নয় এ দেশের মালিক জনগণ।
আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সব রাজনৈতিক দলের পূর্ণ অংশগ্রহণে এবং জনগণের স্বাধীন ভোটাধিকারের নিশ্চয়তায়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ভোটের ফল নির্ধারণ গণতন্ত্র নয়, এটি ক্ষমতার নগ্ন অপব্যবহার। ইতিহাস সাক্ষী থাকবে ভোট চুরি করে কোনো শাসন টিকে থাকে না।
ভয়, হুমকি, মামলা, গুম ও গ্রেপ্তারের মাধ্যমে জনগণের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই এখন সময়ের দাবি। রাজপথে, সামাজিক মাধ্যমে ও বিবেকের কণ্ঠে আমাদের অবস্থান একটাই পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রাম চলবেই। গণতন্ত্র ফিরিয়ে আনতেই হবে এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার।
আরো পড়ুন

