Sunday, October 12, 2025

ইউনূসকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচারণায় পিনাকী

Share

নিজস্ব প্রতিবেদক
দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে ব্লগার পিনাকী ভট্টাচার্য। এবার ইউনূসকে ক্ষমতায় রাখতে সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ও উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছেন বিতর্কিত এই ব্লগার। তাঁর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সম্প্রতি প্রকাশিত এক পোস্টে তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে সরাসরি আহ্বান জানান।

তিনি লেখেন, “সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকেরা, আপনার ঈমান ও দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন। দেশবাসী আপনাদের সঙ্গে আছে। ইনকিলাব জিন্দাবাদ।”

সংশ্লিষ্ট সূত্রের মতে, পিনাকীর এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং তা সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির পাশাপাশি নির্বাচন বানচালের অংশ হিসেবে দেখা হচ্ছে। আর নির্বাচন বানচাল করতে পারলেই ইউনূস ক্ষমতায় অনির্দিষ্টকালের জন্য থাকতে পারবে। এতে দেশে আরও নিয়ন্ত্রণ নিতে পারবে পিনাকীর মতো দেশদ্রোহীরা।

এই ধরনের অসংযত মন্তব্য ও পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে। তারা মনে করেন, প্রবাসভিত্তিক গোষ্ঠীগুলো সমন্বিতভাবে নির্বাচনের আগে দেশে অরাজকতা ছড়াতে চাইছে।

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে নতুন ষড়যন্ত্রে পিনাকী ভট্টাচার্য
বিতর্কিত ব্লগার পিনাকী ভট্টাচার্য সম্প্রতি তার ফেসবুক পেজে “পার্বত্য চট্টগ্রামে শান্তি ফেরানোর ব্লুপ্রিন্ট” শিরোনামে একটি পোস্ট দিয়ে আবারও বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

পিনাকী তার পোস্টে পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার এবং সেখানে নতুন করে কোনো সামরিক ক্যাম্প না বসানোর আহ্বান জানিয়েছেন। এ বক্তব্যের মাধ্যমে তিনি সরাসরি রাষ্ট্রবিরোধী উদ্দেশ্য বাস্তবায়নে উসকানিমূলক ভূমিকা রাখছেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পিনাকী ভট্টাচার্য দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশভিত্তিক কিছু মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপীয় ইউনিয়ন সংশ্লিষ্ট মানবাধিকার ফোরামগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি এসব সংস্থার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনী বিরুদ্ধে একতরফা ও ভ্রান্ত প্রতিবেদন তৈরিতে প্রভাব বিস্তার করছেন।

বিশ্লেষকের বলছেন, তার মন্তব্য সম্পূর্ণ অভিপ্রেত মিথ্যাচার ও বিদেশি তহবিলপ্রাপ্ত এনজিওগুলোর ইন্ধনে পরিচালিত একটি পরিকল্পিত প্রচারণা। এর মাধ্যমে তিনি বাংলাদেশের সেনাবাহিনী ও রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ভাবমূর্তি নষ্টের অপচেষ্টা চালাচ্ছেন। প্রবাসে অবস্থান নিয়েও পিনাকী ভট্টাচার্য বাংলাদেশের ভূখণ্ড অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রচারণা চালাচ্ছেন, যা এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্যযুদ্ধ বা “ডিজিটাল প্রোপাগান্ডা” আরও তীব্র হতে পারে, যা দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক।

Read more

Local News