Share
খুলনার শিববাড়ি মোড়ের নাম পাল্টানোর পাঁয়তারা আবারও শুরু করেছে একটি উগ্রবাদী গোষ্ঠী। তারা “বাবরী” নামে নতুন নাম প্রচার করছে। এলাকাবাসীর দাবি—এটি কেবল নাম পরিবর্তন নয়, ইতিহাস-সংস্কৃতি-অস্তিত্বের ওপর সরাসরি আঘাত।
স্থানীয়রা বলছেন, উগ্রধর্মীয় ও সাম্প্রদায়িক শক্তি আবারও সুযোগ খুঁজছে, জনমত ও সমাজকে বিভক্ত করার উদ্দেশ্যে। শহরের গুরুত্বপূর্ণ একটি মোড়ের নাম পাল্টে দেওয়ার এই উদ্যোগকে তারা “পরিকল্পিত উস্কানি ও সাংস্কৃতিক আগ্রাসন” হিসেবে দেখছেন।
আরো পড়ুন

