Friday, January 30, 2026

ইতিহাস বদলায় না, বদলায় কেবল ক্ষমতার চরিত্র

Share

ইতিহাস কোনো দলীয় কার্যালয়ে বসে লেখা হয় না ইতিহাস লেখা হয় মানুষের কর্ম, সিদ্ধান্ত ও চরিত্রের ধারাবাহিকতায়। সময়ের প্রবাহে আমরা বারবার দেখেছি ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলায় মুখ, বদলায় মঞ্চ, বদলায় স্লোগান কিন্তু চরিত্রের মৌলিক রূপ অপরিবর্তিত থাকে। গতকাল যারা ক্ষমতার ছায়ায় সুবিধা ভোগ করেছে, আজ তারা অন্য মঞ্চে নতুন পরিচয়ে হাজির। এটাই আমাদের রাজনৈতিক বাস্তবতার নির্মম সত্য।

ক্ষমতা মানুষকে নৈতিক করে না বরং মানুষকে যেমন, ক্ষমতা তাকে তেমনই প্রকাশ করে। ক্ষমতার হাতছানি দূরে সরে গেলে আদর্শ ও নৈতিকতার সব মুখোশ মিলিয়ে যায়। তখন দুর্নীতি, দখলদারিত্ব, সহিংসতা ও অনিয়মকে সময়ের ও পরিস্থিতির দায় চাপানো হয়। অথচ ইতিহাস সাক্ষ্য দেয় দায় ছিল ব্যক্তির সিদ্ধান্ত ও স্বার্থপরতার।

পাঁচই আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যে সহিংসতা, হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ হয়েছে, তা নিন্দনীয় ও উদ্বেগজনক। উপাসনালয়, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে, এবং যারা প্রতিবাদ করেছেন তাদেরও চাপে রাখা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের এই চেষ্টা দেশের জন্য হুমকিস্বরূপ। পীর-আউলিয়া ও সুফি সাধকদের মাজারে হামলা, আহমদিয়া সম্প্রদায়ের ওপর আক্রমণ এসব ঘটনা অস্বীকারযোগ্য নয়। এই পরিস্থিতিতে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক কর্তব্য।

আইনশৃঙ্খলা বাহিনীও দমন-পীড়ন, হত্যা, লুটতরাজ ও অবৈধ দখলের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করতে ব্যর্থ হলে ইতিহাস তাদেরকেও দোষী সাব্যস্ত করবে। বিদ্যুৎ উৎপাদন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তায় অবহেলা সবই বর্তমান অবৈধ ইউনুস সরকারের দায়। প্রশাসন পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি করছে শ্রমিক, আনসার ও সাধারণ নাগরিকরা বিপদে পড়ছে।

নারী ও শিশুর নিরাপত্তাহীনতা, গণমাধ্যম দমন-পীড়ন, সাংবাদিকদের ওপর মামলা ও চাকরিচ্যুতি এসবই প্রমাণ করে, ইউনুস সরকার জনগণের স্বার্থ নয়, ক্ষমতা সংহতকরণের জন্য রাজনৈতিক প্রতিহিংসায় ব্যস্ত। ইতিহাস সবকিছু মনে রাখে।

ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু ইতিহাস স্থায়ী। আজ যারা ক্ষমতার বাইরে, কাল তারাই ক্ষমতার ভেতরে। ইতিহাস বদলায় না; বদলায় কেবল ক্ষমতার চরিত্র। ইউনুস সরকারের এই অবৈধ শাসন, দমন-পীড়ন ও শোষণ একদিন ইতিহাসের পাতা পরিপূর্ণভাবে লিখে রাখবে। সত্য চাপা যায় না, দায় এড়িয়ে যাওয়া যায় না তারা সেই ইতিহাসের সাক্ষ্য বহন করবে, আর ক্ষতচিহ্ন বহন করবে বহু প্রজন্ম।

আরো পড়ুন

সদ্য প্রকাশিত